শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়াশিংটনের চিন্তা ভাবনায় পাকিস্তানের কোন অবস্থান নেই মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৭) রাশিয়াকে সমর্থন এবং শিল্পে চীনের অতিরিক্ত ‘সক্ষমতা’ নিয়ে অভিযোগ ব্লিংকেনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একসঙ্গে কাজ করবে স্যামসাং- গুগল স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪০) জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য,বাণিজ্য কাঠামো নবায়ন করছে যুক্তরাষ্ট্র-পাকিস্তান জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউ’র নবনিযুক্ত উপ-উপাচার্যের শ্রদ্ধা নিবেদন তাপদাহের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেয়ার দাবি বাউবি’র স্নাতকোত্তর শিক্ষার্থীদের শেষ হলো চারদিনব্যাপী ন্যাপ এক্সপো ২০২৪ গাজায় মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া শিশুর মৃত্যু

নাটককে আরো ভালো করার জন্য দরকার মঞ্চ নাটকের অভিনেতা

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫.৪২ পিএম

ফয়সাল আহমেদ

 

আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা নাটক। বাংলা সিনেমার মান নেমে যাওয়া এবং সময়ের স্বল্পতার কারণে এখন  একটি বড় সংখ্যক মানুষই বিনোদনের জন্যে টিভি নাটক দেখে।

এক সময়ে বাংলাদেশের টিভি নাটক অনেক বেশি জনপ্রিয় ও  মান সম্মত ছিলো। সময়ের বিবর্তনে প্রচার মাধ্যম বাড়ায় এখন সে নাটকের অনেক পরিবর্তন হয়েছে। আর সব সময়ই যে কোন বিনোদনের বেশিভাগ দর্শক বা শ্রোতা থাকে তরুণ  প্রজম্ম।

তাই সারাক্ষণের পক্ষ থেকে তরুণদের কাছে জানতে চাওয়া হয়েছিলো, ‘কেমন নাটক দেখতে চায়’। বর্তমানে যেসব নাটক দেখছে তাতে তারা সন্তুষ্ট কিনা?

 

এ সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র রেজাই রাব্বি (২৩) বলেন,  অবসর সময় পেলে বাংলা নাটক দেখা হয়। বাংলা নাটকের একটি ঐতিহ্য রয়েছে। আগের মত বাংলা নাটক গুলো জনপ্রিয় না হলেও বর্তমানেও অনেক ভালো ভালো নাটক আমরা দেখতে পাই। আমি মনে করি দর্শকের রুচির দিক বিবেচনা এবং অশ্লীলতা দূর করে মানসম্মত নাটক তৈরি করলে নাটক গুলি আরো জনপ্রিয় হবে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রী দিবা খানাম(22) বলেন, আমাদের গর্ব করার মতো কিছু জিনিস ছিল। তার মধ্যে অন্যতম ছিল বাংলা নাটক। বর্তমানে নাটকগুলো আগের মত ভালো হচ্ছে না। সুন্দর গল্প এবং গুণী অভিনেতা-অভিনেত্রী দের ব্যবহার করলে আমি মনে করি বাংলা নাটকের জনপ্রিয়তা আবার ফিরে পাবে।

 

মিরপুর কলেজের ছাত্র কবির হাসান(২৫)বলেন, একটা সময় ছিল মঞ্চ নাটকে অভিনয়রে অনেক চড়াই উৎরাই পার করে শিল্পীরা টিভি অভিনয় জগতে পা রাখতেন। কিন্তু বর্তমানে কোন অভিনয় না পেরেও সস্তা জনপ্রিয়তার মাধ্যমে অভিনেতা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন নাটকের কাজ করছে। আর এজন্যই অভিনয়ে দক্ষ না হওয়ার কারণে বর্তমানে নাটক গুলোতে ভালো অভিনয় দেখতে পাচ্ছি না। এ কারণে নাটক গুলো ভালো হচ্ছে না। অতএব আমি মনে করি জনপ্রিয়তা না দেখে ভালো অভিনয় নেতা দিয়ে কাজ করালে বর্তমান বাংলা নাটক গুলো আরো ভালো হবে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালইয়ের বাংলা বিভাগের ছাত্রী লিজা আহমেদ পুষ্প (30)বলেন, আমাদের সময় বিটিভিতে প্রতি বৃহঃপ্রতিবার সাপ্তাহি নাটক দেখাতো। পরিবারের সবাই মিলে দেখতাম সে নাটক। অন্যরকম এক অনুভুতি। বিশেষ করে হুমায়ুন স্যারের নাটক গুলো ছিল অসাধারণ। কি উপভোগ্য মুহুর্ত ছিল বলে বুঝানোর মতো না। কিন্তু বর্তমানের নাটকগুলো সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি আ্মার মনে হয় ।ভালো স্ক্রিপ্টে ভালো মানের অভিনেতা অভিনেত্রী নিয়ে নাটক না বানালে বাংলা ছবির মতো একদিন বাংলা নাটকও তার ঐতিহ্য হারাবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্রী জান্নাত নুর বলেন, বর্তমান নাটকগুলোর নাম নির্ধারণে তেমন সচেতন নয়। নাটকের সৌন্দর্য তার নামের মাধ্যমে ফুটে ওঠে এবং জনপ্রিয় হয়। আমি মনে করি আজেবাজে নাম না দিয়ে নাটকের সুন্দর নামকরণ করলে নাটক গুলো দর্শকের কাছে আরো জনপ্রিয় হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024