শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

ইউটিউবকে টেক্কা দিতে যা আনছে এক্স

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫.২৯ পিএম

শিবলী আহম্মেদ সুজন

 

এবার স্মার্ট টেলিভিশনের জন্য অ্যাপ আনছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স ।

ফরচুনের এক প্রতিবেদনে জানা গেছে প্রাথমিকভাবে অ্যামাজন ও স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনে এ অ্যাপ ব্যবহার করা যাবে।

ফরচুনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এক্সের স্মার্ট টেলিভিশন অ্যাপ উন্মুক্ত হতে পারে।

বলা হচ্ছে, ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ও নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে নতুন পরিচয় তৈরির জন্য এ পদক্ষেপ নিয়েছে এক্স।

ইলন মাস্ক টুইটার কিনে এক্স নামকরণের পরপরই জানিয়েছিলেন, এক্সকে আরও বেশি আকর্ষণীয় করতে কাজ করবেন ।আপলোড করা ভিডিওর আকার বাড়ানোর ঘোষণা দেয় এক্স।এরই ধারাবাহিকতায় দুই ঘণ্টার ভিডিও প্রকাশের সুযোগ চালু করে এক্স।

এ বছরের জানুয়ারিতে নিয়েলসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শীর্ষ ভিডিও স্ট্রিমিং সাইট হলো ইউটিউব।দ্য ইনফরমেশন এর তথ্য অনুসারে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক ব্যবহারকারী টেলিভিশনে ইউটিউব দেখেছেন।

বিশ্লেষকদের মতে, টেলিভিশনের পর্দায় ভিডিও দেখার এ প্রবণতার কারণে স্মার্ট টেলিভিশনের জন্য অ্যাপ আনার পরিকল্পনা নিতে পারেন ইলন মাস্ক।তবে ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা খুব সহজ হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024