গাছের ডাল নাকি পোকা?
বন্ধুরা, গাছের কোনো ডাল হেঁটে বেড়াতে দেখে তোমরা আবার ঘাবড়ে যেয়ো না। ভয় পেয়ো না, তা আগেই সাবধান করে দিলাম। কেন এমন বলছি, শুনতে চাও? তবে শোনো। কত রকমের পোকাই তো আমরা দেখি। এদের দেখে না চেনারও কিছু নেই। তবে অদ্ভুত এক পোকা আছে, যাদের চেনা বেশ কঠিন। গাছের ডালে খুব কাছ থেকে দেখলেও এরা যে পোকা, সে কথা বোঝা দায়। কেন জানো? গাছের ছোটখাটো ডাল ঝরে পড়ার পর যেমন শুকিয়ে লাঠির মতো দেখতে হয়, ঠিক তেমনই দেখতে...