উপজেলা প্রতিনিধি নিয়োগ
এখন থেকে আপনার প্রতিমুহূর্তের সঙ্গী হোক ‘সারাক্ষণ ডট কম’। আমাদের লক্ষ্য, আমরাই হব বাংলাদেশে একবিংশ শতাব্দীর নতুন সময়ের অনলাইন পোর্টাল। এই পোর্টালে থাকবে অডিও ভিজ্যুয়াল মাধ্যমও। সারাক্ষণ ডট কম সারাক্ষণ মিডিয়া লিমিটেডের প্রথম পদক্ষেপ। শিগগিরই আমাদের ছাপানো পত্রিকা ‘দৈনিক সারাক্ষণ’ পাঠকের সামনে আসছে। পরবর্তীতে ‘সারাক্ষণ ভিজ্যুয়াল মাধ্যম’।
দেশের প্রতিটি উপজেলায় নতুন প্রজন্মের যারা নতুনভাবে পৃথিবীকে ভাবেন, নতুনভাবে দেশ ও সমাজ গড়তে চান, তারা যোগ হতে পারেন আমাদের সঙ্গে।
১. আপনার চোখের সামনে যে ঘটনা ঘটছে
২. যে সম্ভাবনা আছে আপনার চারপাশে
৩. যেসব কারণে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে
৪. সর্বোপরি মনে রাখবেন আপনার চারপাশের যে কোনো বিষয়ই সংবাদ ও ফিচার। আপনার পরিবেশনাই বিষয়টিকে সংবাদ করে তুলবে। মানুষ নতুনভাবে দেখতে পাবে তার চোখের সামনের বিষয়টিকে।
এমনি সব ঘটনার নিউজ, স্পট নিউজ ও সাধারণের দৃষ্টির আড়ালের খবর ও পাশাপাশি নানান ফিচার, ছবি আর যেকোনো ঘটনার ভিডিও পাঠাতে পারেন আমাদের। শুদ্ধ বাংলা লেখার দক্ষতা, প্রয়োজনীয় ইংরেজি জ্ঞান ও অল্প শব্দের ভেতর বেশি প্রকাশের ক্ষমতাসহ পরিবেশনার স্টাইলই আপনার মূল যোগ্যতা বলে আমাদের কাছে বিবেচিত হবে। বিবেচিত হওয়ার পরে আপনার উন্নত প্রশিক্ষণের দায়িত্ব আমাদের।
নিউজ বা ফিচার পাঠানোর সঙ্গে সঙ্গে ছবিসহ আপনার পূূূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্তটি পাঠান।
আমাদের সঙ্গে কাজের সুযোগ আপনাকে আগামী দিনে বাংলাদেশের সেরা মাল্টিমিডিয়ার সাংবাদিক হিসেবে পরিচিত করুক, এটাই আমাদের অঙ্গীকার।