সাধারণ মনোকিনিতে অসাধারণ শানায়া
খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের কন্যা শানায়া কাপুর। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের মাধ্যমে বলিউডের রুপালি জগতে প্রবেশ করবেন ২১ বছর বয়সী শানায়া। কিন্তু এরই মধ্যে বেশ কিছু নাচের ভিডিওর বদৌলতে বলিউডের ভক্ত-সমর্থকদের নজরে এসেছেন তিনি। এবার আলোচনায় এল তার নতুন ফটোশুটের কিছু ছবি। একটি মনোকিনিতে অসাধারণ লাগছিল বলিউডের এই উঠতি স্টার কিডকে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে দুটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন শানায়া। একটি মনোকিনিতে ক্যামেরার সামনে এসেছেন তিনি। ওই অনাড়ম্বরপূর্ণ মনোকিনিতেও চমৎকার লাগছিল তাকে।
তার ছবিতে রিঅ্যাক্ট করে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা কমেন্ট করেন ‘ওহ’, তার জবাবে শানায়া লেখেন ‘হানি’; সেই সঙ্গে তিনি জুড়ে দেন আরো কিছু ইমোজি। ওই একই ছবিতে তার চাচাতো ভাই হর্ষ বর্ধন তাকে বলেন ‘সুপারস্টার’, এর উত্তরে শানায়া বলেন ‘ভালোবাসা নিও!’ ছবিটিতে রিঅ্যাক্ট করতে দেখা যায় তার মা মাহিপ কাপুরকেও।
প্রায়ই নিজের অ্যাকাউন্ট থেকে বেলি ড্যান্সের ভিডিও শেয়ার করেন শানায়া। সম্প্রতি নির্দেশক সানজানা মুথ্রেজার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, বেলি ড্যান্সের ফ্লোর ওয়ার্ক প্র্যাকটিস করছেন শানায়া। তার নাচ দেখে বোঝা যাচ্ছে শিমি, আনডুলেশন, লিফট, ড্রপসহ বেলি ড্যান্সের আরো অনেক টেকনিক ইতোমধ্যে আয়ত্ত করে ফেলেছেন এই উঠতি স্টার। বিয়ন্সে এবং শাকিরার ‘বিউটিফুল লায়ার’ গানে নেচেছেন তিনি।
ধর্মা প্রোডাকশনের একটি আসন্ন সিনেমাতে অভিনয় করবেন শানায়া। গত মার্চ মাসে নিজের ইনস্টাগ্রাম থেকে এই খবরটি সবার সঙ্গে শেয়ার করেন শানায়া। ওই পোস্টে তিনি লেখেন, ‘ঘুম থেকে উঠেই এমন একটি খবরে আমার হৃদয় ভরে গেছে কৃতজ্ঞতায়! ডিসির ট্যালেন্টেড পরিবারে শুরু হতে যাচ্ছে আমার নতুন পথচলা। এই জুলাইতে ধর্মা মুভিজের সঙ্গে আমার প্রথম ফিল্মের কাজ শুরু হতে যাচ্ছে। এটা ভেবেই এক্সাইটেড আমি। খুব শীঘ্রই আমাদের কাজটি আপনাদের সামনে আনতে পারব। তাই আমাদের সঙ্গেই থাকুন।’
শানায়াকে উদ্দেশ করে করণ জোহর তার ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাদের ক্রমবর্ধমান ক্যাটালেন্ট পরিবারের নতুন সংযোজন! ডিসি স্কোয়াডে স্বাগত শানায়া। ওর উত্সাহ, অধ্যবসায় এবং পরিশ্রম দেখার মতো। এই জুলাইতে কাজ শুরু হবে শানায়ার প্রথম সিনেমার। ওর জন্য ভালোবাসা এবং আশীর্বাদ প্রকাশ করতে আমাদের সঙ্গে যোগ দিন।’
আরো পড়ুন: বলিউডে অভিষেকের অপেক্ষায় স্টার কিড শানায়া কাপুর
পরিচালক গুঞ্জন সাক্সেনার ২০২০ সালের নেটফ্লিক্স ফিল্ম ‘দ্য কারগিল গার্ল’-এর সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন শানায়া। তা ছাড়া নেটফ্লিক্সের ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভসে’ও অল্প কিছু দৃশ্যে কাজ করেন তিনি। তবে ২০১৯ সালে ‘লা বেল প্যারিস’-এ কাজ করার মাধ্যমে প্রথম লাইমলাইটে আসেন শানায়া।