লকডাউনের পঞ্চম দিন শুক্রবার (৯ এপ্রিল) রংপুর নগরীতে অনেক বেশি অটোরিকশা দেখা গেছে। সরকারের ঘোষণার পরও তিন চাকার অটোরিকশা ছাড়া অন্য গণপরিবহন চলছে না।
সকাল থেকেই শহরে মানুষের উপচেপড়া ভিড়। রিকশা, অটোরিকশা নেমেছে আগের দিনের চেয়ে বেশি। জনসাধারণ চলাচল করছে অনেকটা আগের মতোই।
সরকারি ঘোষণার পর দোকানপাট খুলছেন অনেকেই। কাঁচাবাজার বসানো হয়নি খোলা জায়গায়। সরকারের ঘোষণার পরও কোন গণপরিহন মাঠে নামাননি চালকরা। সিটি এলাকায় গণপরিবহন চলাচল করার মতো সুযোগও কম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ইমরুল কায়েস ফরহাদ বলছেন, সড়কে যানচলাচল করার সুযোগ নেই। মাঠে পুলিশ কাজ করে যাচ্ছে।
রংপুর নগরীতে প্রশাসনের কঠোর অবস্থান থাকার পরও স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্বসহ মাক্স পরিধান নিশ্চিত করা যাচ্ছে না।
/ওআর/