"বাংলাদেশে করোনাভাইরাসের যে দক্ষিণ আফ্রিকার ধরন ছড়িয়ে পড়েছে তা বেশ সংক্রামক এবং এর তীব্রতাও ভয়াবহ। নতুন এই ধরনটি দ্রুত ছড়ায়, এখনই ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে সংক্রমণের সংখ্যাও বাড়বে, সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়বে । এখানে যে টিকা দেয়া হচ্ছে, সেটি সাউথ আফ্রিকান ধরন প্রতিরোধে আংশিক কার্যকরী, পুরোপুরি নয়। তাই নতুন এই ধরনটির প্রতিকারের চাইতে প্রতিরোধের ওপরেই বেশি জোর দিতে হবে।"