ফরিদপুরের বোয়ালমারীতে সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সিন্ধু বিশ্বাস বলেন, 'এক লাখ ৯ হাজার টাকা জরিমানাসহ চার মাসের সাজাপ্রাপ্ত উপজেলার কামারগ্রামের মিজানুর রহমান মল্লিকের ছেলে মো. রাসেল মল্লিককে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।’
এ ছাড়া পৃথক ঘটনায় পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের হাবিবুর রহমানের ছেলে তুষারকে বোয়ালমারী রক্ষাচণ্ডী পূজা মন্দিরের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গ্রেপ্তার করা হয়।
/আরআর/