৩২ মিনিটে ম্যাসন মাউন্ট আর ৮৫ মিনিটে বেন চিলওয়েলের দেওয়া গোলে পোর্তোকে চ্যাম্পিয়নস কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ ব্যবধানে হারাল চেলসি। বুধবার রাতের এই জয়ে ইংলিশ দলটি সেমিফাইনালে এক পা দিয়েই ফেলেছে।
এই পোর্তোই দ্বিতীয় রাউন্ডে কপাল পুড়িয়েছে রোনালদোর জুভেন্টাসের। আর নিজেদের মাঠে পর্তুগিজ দলটি বরাবরই বড় কঠিন প্রতিপক্ষ। সেই তাদেরই সুস্পষ্ট ব্যবধানে হারিয়ে দিল চেলসি, যারা কিনা কদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমের কাছে হেরেছে পাঁচ গোল খেয়ে। কীভাবে বদলে গেল চেলসি?
আসলে টমাস টুখেল দারুণভাবে সাজিয়েছিলেন রক্ষণভাগ। এই রক্ষণভাগের অপ্রতিরোধ্য পারফরম্যান্সই জেতাল চেলসিকে। এই নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতার ৯টি ম্যাচের সাতটিতে তারা অক্ষত রাখল গোলপোস্ট।
করোনাকে অসাধারণ ব্লক করে গোল পেতে দেননি অধিনায়ক সিজার অ্যাজপিলিকুয়েতা। পরে পেপের হেড থেকে নিশ্চিত গোল বাঁচিয়েছেন এডুয়ার্ড মেন্ডি।
করোনাভাইরাসের বাড়াবাড়িতে যুক্তরাজ্য ও পর্তুগালের মধ্যে ভ্রমণ-নিষেধাজ্ঞা থাকায় ম্যাচটি হয়েছে স্পেনে সেভিয়ার মাঠ র্যামন সানচেজ পিজুয়ানে। এটি ছিল পোর্তোর হোম ম্যাচ। ১৩ এপ্রিল দ্বিতীয় লেগ অর্থাৎ চেলসির হোম ম্যাচও হবে এখানে।
জর্জিনিয়োর পাস থেকে বল পেয়ে মাউন্ট পোর্তো গোলকিপার অগাস্টিন মার্চেসিনকে পরাস্ত করেছেন কোনাকুনি শটে। পোর্তো মিডফিল্ডার করোনা গোল মিস করার পর পরই ৮৫ মিনিটে গোল করেছেন চিলওয়েল। চ্যাম্পিয়নস লিগে চিলওয়েলের এটি প্রথম গোল। আর চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বে চেলসির হয়ে সবচেয়ে কম বয়সে (২২ বছর ৮৭ দিন) গোল করার রেকর্ড গড়লেন মাউন্ট। গত জানুয়ারিতে টুখেল চেলসির দায়িত্ব নেওয়ার পর মাউন্ট ক্রমশই আলো ছড়াচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ বছর বয়সী মিডফিল্ডার দলের অন্য সবার চেয়ে বেশি গোল করলেন(৫)।
ম্যাচের পর চেলসি কোচ টুখেল পোর্তোর বিপক্ষে দুর্দান্ত এই জয়ে উচ্ছ্বসিত, তবে দ্বিতীয় লেগের জন্য সতর্কও থাকছেন তিনি, ‘আমরা খুব খুশি যে এমন রেজাল্ট নিয়ে ফিরতে পারছি। কিন্তু মাত্রই অর্ধেক পেরোলাম। পোর্তো খুব গর্বিত একটি দল, হৃদয় দিয়ে খেলে। তারা সহজেই আমাদের ছেড়ে দেবে না।’
/পিকে/