গত সপ্তাহে করোনায় আক্রান্ত হন দেশের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। আক্রান্তের পর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার (৭ এপ্রিল) তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।
গাজী রাকায়েত নিজেই তার অসুস্থতার বিষয়টি ‘সারাক্ষণ’কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শরীরে আপাতত তেমন কোনো সমস্যা নেই। সবার সঙ্গে আমি নিজেই কথা বলতে পারছি। আমি গতকাল সিটি স্ক্যান করিয়েছিলাম। এরপর রেজাল্ট পাওয়ার পর আমার ফুসফুসের ইনফেকশনটি ধরা পড়ে। তাই দেরি না করে আজ সকালেই আমি হাসপাতালে ভর্তি হই। ইফেকশন ২০ শতাংশ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলে আমার ভাই। কারণ আমার ছোট ভাইও একজন ডাক্তার।’
অভিনেতা আরো বলেন, ‘বর্তমানে তেমন কোনো সমস্যা না হলেও ভেতরে একটু ভয় কাজ করছে। কারণ ফুসফুস শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই একটু ভয় করছে।’
কিংবদন্তি এই অভিনেতা আরো বলেন, ‘আমার গত সপ্তাহে করোনা পজিটিভ হয়। এরপর থেকে বাসাতেই স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছিলাম। এখনো আমার শারীরিক কোনো দুর্বলতা নেই। আমি ভালো আছি। দেশবাসীর কাছে দোয়া চাই।’
হাসপাতালে কত দিন থাকতে হবে- জানতে চাইলে গাজী রাকায়েত বলেন, ‘ডাক্তাররা আমাকে এক সাপ্তাহ হাসপাতালে থাকতে বলছেন। কারণ ফুসফুসের সমস্যাটির জন্য তারা আমাকে সপ্তাহখানেক পর্যবেক্ষণ করবেন।’
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি সিনেমা ‘গোর’ মুক্তি পায়। এ ছাড়া ওই সিনেমার কেন্দ্রীয় চরিত্রেও তাকে অভিনয় করতে দেখা যায়।