শ্রীলঙ্কার সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের মঞ্চে ছড়িয়ে পড়ে ঝগড়া বিবাদ। ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়েছেন প্রতিযোগিতার বিজয়ী, পুষ্পিকা ডি সিলভা।
রবিবার জাতীয় টিভিতে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে "মিসেস শ্রীলঙ্কা" খেতাব অর্জন করেন বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভা। এর কিছুক্ষণ পরেই, ডি সিলভার মুকুটটি ছিনিয়ে নেন ২০১৯ সালের বিজয়ী, ক্যারোলিন জুরি। তিনি দাবি করেন যে ডি সিলভার বিবাহবিচ্ছেদ হয়েছে বিধায় তাকে এই খেতাব দেয়া যাবে না।
তবে আয়োজকরা নিশ্চিত করেছেন যে অভিযোগটি সত্যি নয়। প্রতিযোগিতার নিয়মানুযায়ী, প্রতিযোগীদেরকে অবশ্যই বিবাহিত হতে হবে। এই নিয়মের কথা উল্লেখ করে ক্যারোলিন দাবি করেন যে ডি সিলভাকে এই খেতাব দেয়া যাবে না। তিনি ডি সিলভার মাথা থেকে মুকুটটি নিয়ে রানার-আপের মাথায় পড়িয়ে দেন। ঘটনার একটি ভিডিওতে ডি সিলভাকে চোখ মুছতে মুছতে মঞ্চ ত্যাগ করতে দেখা যায়।
পরবর্তীতে, আয়োজকরা ডি সিলভার কাছে ক্ষমা চেয়েছেন। প্রকৃতপক্ষে, ডি সিলভা বিচ্ছিন্নভাবে বসবাস করছেন, কিন্তু এখনো তার বিবাহবিচ্ছেদ হয়নি। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, এই ঘটনার পর তিনি মাথায় আঘাতের জন্য চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন।
ডি সিলভা বলেন যে তার সঙ্গে "অযৌক্তিক ও অপমানজনক" আচরণ করা হয়েছে, এবং এর জন্য তিনি আইনি পদক্ষেপ নেবেন।
মিসেস শ্রীলঙ্কা ওয়ার্ল্ডের জাতীয় পরিচালক চান্দিমাল জয়সিংহে বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার ডি সিলভাকে মুকুটটি ফিরিয়ে দেওয়া হবে। তিনি যোগ করেন, "ক্যারোলিন জুরি মঞ্চে যেভাবে আচরণ করেছেন, তাতে আমরা হতাশ এবং মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশন ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।"
সূত্র: বিবিসি
/এফসি/