গতকাল (৫ এপ্রিল) ভক্তদের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন ভিকি কৌশল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জানা গিয়েছে,করোনাভাইরাস থাবা বসিয়েছে অভিনেতা ভিকির গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফের শরীরেও। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউড ডিভা ক্যাটরিনা।
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডেও জাঁকিয়ে বসছে ভাইরাসের প্রকোপ।আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা,যার নবতম সংযোজন ক্যাটরিনা।
ভিকি ও ক্যাটরিনার ডেটিংয়ের খবর এখন আর অজানা নেই কারও। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক মেনে না নিলেও বি-টাউনে কান পাতলেই শোনা যায়,তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালই জমে উঠেছে। তাই ভিকি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই অনুরাগীদের উদ্বেগ দ্বিগুণ হয়েছিল ক্যাটরিনাকে নিয়ে। সেই আশঙ্কা সত্যি করেই সংবাদ সংস্থা জানিয়েছে,করোনা রেহাই দেয়নি বলি সুন্দরী ক্যাটরিনাকেও। চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।
বলিউডে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে করোনা। গত কয়েকদিনের মধ্যে একাধিক তারকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমির খান, আর মাধবন, আলিয়া ভাট, গওহর খান, বাপ্পি লাহিড়ী, পরেশ রাওয়াল, রণবীর সিং- কেউই বাদ যাননি। সংক্রমণের পরের দিনই আবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা গোবিন্দ। অভিনেত্রী ভূমি পাড়নেকরের শরীরেও থাবা বসিয়েছে এই ভাইরাস। আর এবার আক্রান্ত ক্যাটরিনা। অভিনেত্রীর দ্রত আরোগ্য কামনা করছেন তার অনুরাগীরা।