‘দেশে আজ গণতন্ত্র ও মানবাধিকার বিলুপ্তপ্রায়। অথচ গণতন্ত্র শান্তি ও সহাবস্থানের পূর্বশর্ত। প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই আইনের শাসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাবনা জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শেখ গত ৩১ মার্চ থেকে নিখোঁজ হওয়ার পর সোমবার (০৫ এপ্রিল) তার মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনাটিসহ গত ৩১ মার্চ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হেলাল আহমেদ, হালিম ফকির এবং ০৪ এপ্রিল সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদী হাসানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবারের (০৬ এপ্রিল) বিবৃতিতে অবিলম্বে শাহজাহান শেখকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চলতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে হত্যার যে সংস্কৃতি চালু হয়েছে, সেটির আরেকজন শিকার হলেন শাহজাহান শেখ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বারংবার তার সন্ধানে সহযোগিতার আহবান জানানো হলেও তারা তা করেনি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী তরুণ কন্ঠকে নিস্তব্ধ করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারও করা হচ্ছে। তাদের স্বাভাবিক জীবন যাপনের অধিকার কেড়ে নেয়া হয়েছে।’
/এআর/