অমর একুশে বইমেলার ২০তম দিনে নতুন বই এসেছে ২৮টি।
মঙ্গলবার (০৬ এপ্রিল) মেলা শুরু হয় বেলা ১২টায়, চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
নতুন আসা বইয়ের মধ্যে রয়েছে পাঁচটি কবিতা, চারটি উপন্যাস, তিনটি বিজ্ঞান, দুইটি করে গবেষণা, জীবনী ও ভ্রমণ, একটি করে প্রবন্ধ, রচনাবলি, মুক্তিযুদ্ধ, রম্য/ধাঁধা, ধর্মীয় ও অনুবাদ এবং চারটি অন্যান্য বই।
প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে বইমেলা চললেও করোনাভাইরাসের কারণে এ বছর শুরু হয়েছে ১৮ মার্চ থেকে, চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। বইমেলা শুরুর দিকে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকত। সরকারি ছুটির দিনে মেলা চলেছে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। গত ২৯ মার্চ করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার ভিত্তিতে মেলার সময় এক ঘণ্টা কমানো হয়। ফলে রাত আটটা পর্যন্ত মেলা চলছিল। ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি মোকাবিলায় ৩১ মার্চ থেকে মেলা শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। সোমবার (০৫ এপ্রিল) থেকে সারাদেশে চলছে লকডাউন। এ সময়ে মেলা চলছে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বরাবরের মতো এবারও বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৫৪০টি প্রতিষ্ঠান পেয়েছে ৮৩৪টি স্টল ও ৩৩টি প্যাভিলিয়ন। গত বছরের মতো এবারও লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলা প্রাঙ্গণে। সেখানে ১৩৫টি লিটলম্যাগকে পাঁচটি উন্মুক্ত স্টলসহ ১৪০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
/এএইচ/এআর/