হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানেল সুবিধার প্রশংসা করেছেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। আর্মড পুলিশ ব্যাটালিয়নের কুকুরগুলোকে বিভিন্ন পরিস্থিতিতে কাজ করতে দেখেছেন তারা।
মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে আর্মড পুলিশের কুকুর, কুকুর ভ্যান, রান্নাঘর, স্টোররুম ইত্যাদি পরিদর্শনকালে এই প্রশংসা করেন তারা। দলে ছিলেন দূতাবাসের তিনজন আমেরিকান ও একজন বাংলাদেশি কর্মকর্তা।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, পরিদর্শনকালে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরের ক্যানেল সুবিধা সম্বলিত বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।
/এনএএইচ/এআর/