দেশের সর্বাধিক জনপ্রিয় এবং রুচিশীল পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘সেইলর’ এবার বাংলার ভেনিস বরিশালে। শহরের বাংলাবাজার মোড়ে সর্ববৃহৎ শোরুম গত ২ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ইপিলিয়ন গ্রুপের আধুনিক পোশাকের প্রতিষ্ঠান সেইলর। বিকেলে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু প্রধান অতিথি হিসেবে সেইলর-এর নতুন আউটলেট উদ্বোধন করেন। সব স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ্ মুসা, চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ অন্য শীর্ষ কার্যনির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, নগরীর আলেকান্দা এলাকাধীন বাংলাবাজার মোড়সংলগ্ন ৮ হাজার স্কয়ার ফিটের তিনতলা ভবন নিয়ে সুপরিসরে সর্ববৃহৎ এই আউটলেটটি সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। মডার্ন ইন্টেরিয়র এবং বেশ বড় জায়গাজুড়ে দৃষ্টিনন্দন ডিজাইনে সাজানো হয়েছে এই প্রতিষ্ঠানটি।
ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার সুব্যবস্থা। রয়েছে আধুনিক ট্রায়াল রুম ও ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। তা ছাড়া নতুন এই আউটলেটের প্রতি তলায় থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা আকর্ষণীয় লাইফস্টাইল পণ্য। নিচতলায় রয়েছে হোম ডেকোর আইটেম এবং বাচ্চাদের পোশাক। যথারীতি প্রথম তলায় ওম্যান্স কালেকশন ও দ্বিতীয় তলায় মেন্সওয়্যার দিয়ে সাজানো হয়েছে। যা ইতোপূর্বে বরিশালে শুরু হওয়া কোনো পোশাক বিতান কিংবা ব্র্যান্ড শপে দেখা যায়নি। এ ছাড়া খুব শীঘ্রই নতুন জায়গায় উদ্বোধন হতে যাচ্ছে সেইলরের আরো কয়েকটি নতুন বিক্রয়কেন্দ্র।