লকডাউনের প্রতিবাদে ও দোকান খুলতে দেয়ার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও মোহাম্মদপুরে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। অতি শীঘ্রই লকডাউন তুলে দিয়ে ব্যবসায়ীদের বাঁচাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
লকডাউনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিক্ষোভ মিছিল বের করে মিরপুরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন ব্যবসায়ীরা। দুপুর ১২টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মিছিল-সমাবেশে 'আমাদের বাঁচতে হবে, দোকানপাট খুলতে হবে’, ‘লকডাউন মানি না, মানব না’সহ নানা শ্লোগান দেন ব্যবসায়ীরা। তারা বলেন, ‘দোকান বন্ধ রাখলে নিজেরা খাবো কি করে? ভাড়া আর দোকানের কর্মচারীদের বেতন-ভাতা দিব দিব কোথা থেকে?’
তারা বলেন, 'গত বছরের লকডাউনের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এবারও লকডাউন দিয়ে দোকান বন্ধ রাখলে আমাদের পথে বসে পড়তে হবে। তাই আমরা চাই না, লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাক। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। প্রয়োজনে আমরা স্বাস্থ্যবিধি নেমে ব্যবসা বাণিজ্য করবো।’
অন্যদিকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে 'বাংলাদেশ বুটিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ‘দোকানপাট খুলে দিন, পোশাক শিল্পকে বাঁচতে দিন।’
/এনএএইচ/এআর/