কথায় আছে শখের আগে ঘোড়া দৌঁড়ায় না। একেকজনের একেক শখ। কেউ আকাশে উড়তে ভালবাসে, কেউ বা পানিতে ঘুরতে, আবার কেউ কেউ এমন কিছু শখ করে তা একেবারে অন্যরকম। তেমনি শখের বশে ২৮ বছর ধরে নখ রেখেছেন এক যুবক। হাতের নখের প্রতি অনন্য ভালোবাসা স্থাপন করেছে অরুন কুমার সরকার (৩৬) নামে এক যুবক।
গত ২৮ বছর ধরে নিজের হাতের নখ না কেটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। হাতের নখের প্রতি ভালোবাসা স্থাপনকারী যুবক অরুন কুমার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের স্কুল শিক্ষক রবীন্দ্রনাথ সরকারের ছেলে।
অরুন বলেন, ২৮বছর আগে ১৯৯৩ সালে যখন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তার বয়স তখন ৮বছর, ঠিক তখন সে কয়েক সপ্তাহ নখ না কাটায় তার নখ দেখে শিক্ষক তাকে নখ কাটার কথা বলেন। তখন অরুনের মনো কৌতুহল জন্মে- ‘নখ না কাটলে কী হয়? বড় হলে কেমন দেখায়? সেই কৌতুহল থেকে নখ বড় করার শখ। চলছে এখনো। লোকমুখে শুনে অরুনের এই নখ একনজর দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই তার দোকানে আসেন।
অরুন কুমার সরকার বলেন, হাতে নখ রাখার ব্যাপারটা হঠাৎ করেই শখের বসে। তবে এতে তার তেমন কোনো সমস্যা হয় না। নখগুলোর প্রতি তার অনেক ভালোবাসা জন্মেছে সে কারণে অরুন তার নখগুলো আর কখনো কাটবেন না বলে জানান। এমনিতেই যদি কোনো কারণে এই নখের কোনো অংশ একটু ভেঙ্গে যায়, তাতেই খুব কষ্ট পান বলেও জানান তিনি।
তিনি জানান, হাতের নখগুলো এখন তার কোনো কাজের অসুবিধা করে না।
প্রথম প্রথম অরুনের বাবা মা ও আত্মীয় স্বজন তার নখ রাখার ব্যাপারে বাধা দিলেও পরে তারাও তা মেনে নেন।
উপজেলার লক্ষ্মীপুর বাজারে কান্না ডিজিটাল ফটো স্টুডিও নামে একটি দোকান রয়েছে অরুন কুমারের।
/আরআর/