শাহরুখ খানের প্রশংসায় বলতে গেলে ‘ষষ্ঠমুখ’ অনিল কুম্বলে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তার মধ্যে কাইরন পোলার্ডের ছায়া দেখেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ, আইপিএলের দল পাঞ্জাব কিংসের প্রধান কোচ।
অনেকেই হয়তো ভুল ভাবছেন। এই শাহরুখ বলিউডের বাদশা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান নন। এই শাহরুখ ভারতের উদীয়মান ব্যাটসম্যান শাহরুখ খান। এবার ভারতের জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যিনি তামিলনাড়ুকে শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদের একজন মুম্বাই ইন্ডিয়ানসের ওয়েস্ট ইন্ডিয়ান তারকা কাইরন পোলার্ড। শাহরুখের মধ্যে পোলার্ডেরই ছায়া খুঁজে পান কুম্বলে, ‘সত্যি বললে সে(শাহরুখ) আমাকে অনেকটা পোলার্ডের কথা মনে করিয়ে দেয়। আমি যখন মুম্বাই ইন্ডিয়ানসে ছিলাম, দেখেছি নেটে পোলার্ড কী ভয়ঙ্কর। আমি নেটে একটু-আধটু বল করতাম তখন, প্রথমেই আমি যে কথাটা তাকে বলে নিতাম তাহলো, বল সোজা মারবে না।’
না, পাঞ্জাব কিংসের নেটে আর বোলিং করেন না কুম্বলে, শাহরুখকে বল করার ঝুঁকিটাও তাই নেওয়া লাগবে না। পাঞ্জাব কিংসের টু্ইটার হ্যান্ডলে এক ভিডিও বার্তায় ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া লেগস্পিনার বলেন, ‘এখানে (পাঞ্জাব কিংস) আর নেটে বল করার চেষ্টা করি না। বয়স তো কম হলো না। ধকলটা শরীরে সইবে না। সুতরাং শাহরুখকে যে বলও আমি করছি না এটি নিশ্চিত।’
শাহরুখের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। কিন্তু গত ফেব্রুয়ারির নিলামে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত ৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে পেয়ে যায় পাঞ্জাব।
কখনোই আইপিএলের শিরোপা জেতা হয়নি পাঞ্জাবের। বলিউড নায়িকা প্রীতি জিনতার দলটি এবার বেশ ভারসাম্যপূর্ণ। এবারের আইপিএলে কিছু একটা করে দেখাতে চায় দলটি। ১২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস যে দলটি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজের কারণে বাংলাদেশের দর্শকদের মনোযোগ কাড়বে।
/পিকে/