২৪ ঘণ্টায় ভারতে করোনভাইরাস শনাক্তের পরিমাণ এক লাখ ছাড়িয়ে গেছে। মহামারি শুরুর পর এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সোমবার সকালে ভারত সরকারের প্রকাশিত তথ্যে দেখা গেছে, নতুন করে শনাক্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন। দেশটিতে মোট শনাক্তের পরিমাণ এখন দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ ৮৯ হাজার ৬৭ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। মহামারি শুরুর পর রাজ্যটিতে ৩০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাজ্যটিতে শনাক্ত হয় ৫৭ হাজার ৭৪ জন রোগী।
বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও সংক্রমণ বেড়েছে। একদিনে শনাক্ত হয়েছ ১১ হাজার ১৬৩ জন। মোট শনাক্ত ৪ লাখ ৫২ হাজার ৪৪৫ জন।
ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকার মূল কারণ মূলত মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যর্থতা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এমএইচ/