রাজধানী ঢাকায় আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী বাস্কেটবলে স্বর্ণ জিতেছে চট্টগ্রাম বিভাগীয় নারী বাস্কেটবল দল। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে চার ম্যাচের সবক’টিতে জয়লাভ করে পূর্ণ আট পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তারা।
নিজেদের ম্যাচগুলোতে ঢাকা বিভাগকে ৮-৬ পয়েন্ট, রাজশাহীকে ১৪-২ পয়েন্ট, খুলনাকে ৯-৮ পয়েন্ট এবং রংপুরকে ৭-৫ পয়েন্টে পরাজিত করে চট্টগ্রাম বিভাগীয় নারী বাস্কেটবল দল। মাত্র এক সপ্তাহ প্রশিক্ষণ নিয়েই স্বর্ণপদক অর্জন করেছেন আশরিন মৃধা, গুল নাহার মাহবুব মনিকা, আরমিনা হক ও রিদিয়া ফাইরোজ আহনাদের চট্টগ্রাম বিভাগীয় দলটি।
/ওআর/