"হেফাজতের সদস্যদের অনুরোধ করব, যেন বুঝে নেন যে, কোন নেতৃত্ব তাঁদের। জ্বালাও-পোড়াও করে তিনি বিনোদন করতে গেলেন একটি রিসোর্টে, পারলারে কাজ করে এক মহিলাকে নিয়ে। তাকে বউ পরিচয় দেন। আবার নিজের বউয়ের কাছে বলেন যে, 'অবস্থার পরিপ্রেক্ষিতে বলে ফেলেছি।' যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, এ রকম মিথ্যা কথা বলতে পারেন? কাজেই তারা কী ধর্ম পালন করবেন? মানুষকে কী ধর্ম শেখাবেন? ধর্মের নাম নিয়ে অধর্মের কাজ জনগণ কখনো মেনে নেবে না।"