২০০৩ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিরল এক রেকর্ড গড়েছিল। সে সময়ে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত খেলা সব ওয়ানডে ম্যাচে জিতেছিল তারা। টানা ম্যাচ জয়ের সংখ্যা ছিল ২১। ১৮ বছর পর তাদের সেই রেকর্ড ভেঙ্গে দিল তাদেরই নারী ক্রিকেট দল। তারা টানা ২২ ওয়ানডে জেতার রেকর্ড গড়েছে।
রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল এ রেকর্ড গড়েন। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার নারী দল স্বাগতিক নারী দলকে ৬ উইকেটে হারায়। এটি ছিল ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া নারী দলের টানা ২২তম জয়। ২০১৭ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সর্বশেষ কোনো ম্যাচে হেরেছিল। তারপর থেকে তারা সব ম্যাচই জিতেছে।
বিশ্বরেকর্ড গড়ার পথে এ ম্যাচে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে অল আউট হয়ে ২১২ করেছিল নিউজিল্যান্ড। মাত্র ৩৮.৩ ওভারে এ রান টপকে যায় অস্ট্রেলিয়া।
/এসএইচ/