চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ২৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং চার জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৫০০ জন এবং সর্বমোট মৃত্যু হয়েছে ৩৯৩ জনের।
রোববার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের দেহে। তাদের মধ্যে ২১৯ জন নগরীর ও ১৩ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ৯ এপ্রিল। চট্টগ্রামে করোনা সংক্রমণ শুরুর এক বছরের মাথায় আবারও এই ভাইরাসটি ভয়ংকর রূপ ধারণ করেছে।
গত ২ এপ্রিল চট্টগ্রামে এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩ এপ্রিল ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে কেউ মারা যায়নি।
/ওআর/