ইনস্টাগ্রামের ৯০ বছর বয়সী তারকা জফরি ওয়াকারকে উপহার পাঠিয়েছেন ব্রিটিশ রানি এলিজাবেথ। আর উপহারে খুবই অবাক তিনি। তিনি বলেন, ‘এটা অবাক করা ব্যাপার। সত্যিই অবিশ্বাস্য।’
৯০ বছর বয়সী জফরি ও তার স্ত্রী পলিন ইনস্টাগ্রামে সক্রিয়। জফরি জানান, পরিবারের সঙ্গে যুক্ত হতেই তিনি সামাজিক মাধ্যমে যোগ দেন। আর এখন তার সাড়ে তিন লাখের বেশি অনুসারী।
এরপর তিনি ও তার স্ত্রী নিজেদের এলাকার মানুষের সুখের জন্য তহবিল সংগ্রহ করতে থাকেন। গত বছর ইনস্টাগ্রাম থেকে ১৩ হাজার পাউন্ড সংগ্রহ করে তারা গ্রামের চার্লস বুথ সেন্টারে দান করেন, যেখানে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা সেবা পান।
জফরি ওয়াকারের ১০ জন নাতির সন্তান রয়েছে। তারাই এই অ্যাকাউন্ট খুলে দেন। জফরি বলেন, এর মাধ্যমে সত্যিই পরিবারের সংস্পর্শে থাকা যায়।
টুইটারে তার প্রোফাইল শেয়ার করার পর রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। জফরি বলে বলেন, ‘আমাদের প্রথমে ৮০-৯০ জন ফলোয়ার ছিল। সপ্তাহ পেরোতেই তা হয়ে যায় ১৮ হাজার।’ তিনি বলেন, ‘আমার ইন্টারনেট ব্যবহার করায় সবাই কেন এত অবাক হয় আমি বুঝি না।’
গত বছর করোনা মাহারির করাণে রয়্যাল মন্ডি সার্ভিস বন্ধ ছিল। রানি সরাসরি কয়েকজন ব্যক্তিকে এই টাকা উপহার দেন। সঙ্গে থাকে রানির লেখা ব্যক্তিগত চিঠি। এ বছর জফরি ওয়াকার সেই সৌভাগ্যবানদের একজন।
সূত্র: বিবিসি
/এমএইচ/