মিয়ানমারে অভিনব উপায়ে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে গণতন্ত্রপন্থী জনগণ। এবার প্রতিবাদে তারা ব্যবহার করছে খ্রিষ্টধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের ডিম।
১ ফেব্রুয়ারি সেনাবাহিনীর অভ্যুত্থানে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গণবিক্ষোভ চলছে দেশটিতে। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি আন্দোলনকারীদের। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে দিনে দিনে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বিক্ষোভে হতাহত এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের খবর রাখছে। তারা বলছে, বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৫৫৭ জন নিহত হয়েছে। চার নারীসহ গ্রেপ্তার আছে ২ হাজার ৬৫৮ জন।
শনিবার রাতভর মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণের পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ডিমসহ ছবি পোস্ট করছেন তারা। ডিমে লেখা হয়েছে অনেক সেনাবিরোধী স্লোগান।
কোনো ডিমে লেখা আছে, ‘আমরা অবশ্যই জিতব’, কোনোটায় লেখা ‘বসন্ত বিপ্লব’, ‘নিপাত যাক মিন অং হ্লাইং’।
সূত্র: রয়টার্স
/এমএইচ/