সোমবার (৫ এপ্রিল) থেকে সপ্তাহব্যাপী শুরু হওয়া লকডাউনে গণপরিবহন বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন। সোমবার থেকে সারাদেশে লকডাউন
সেতুমন্ত্রী বলেন, লকডাউনে যাত্রীবাহী গণপরিবহন চলবে না। তবে পণ্যবাহী পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল পণ্যবাহী যানবাহন, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস উপকরণবাহী যানবাহন চলবে। অর্থাৎ এসব পরিবহন লকডাউনের নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। লকডাউনে সরকারি-বেসরকারি অফিস ও মার্কেট বন্ধ, কারখানা খোলা
রোববার (৪ এপ্রিল) সরকারি বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
এর আগে শনিবার (৩ এপ্রিল) সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।
/ওআর/