করোনা হয়েছে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানসহ একাডেমির দুই পরিচালকের ।
করোনায় আক্রান্ত অপর দুইজন হলেন- বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ এবং গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর।
করোনায়আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান সস্ত্রীক গত কয়েকদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ড. জালাল আহমেদ এবং ড.হাসান কবীর নিজ নিজ বাসায় থেকে চিকিসা নিচ্ছেন ।
/সও/