ঝালকাঠির কাঠালিয়ায় তম্ময় বেপারী (৩৫) নামে এক স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার বেলা ১১টার দিকে বরিশালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কয়েকদিন আগে জ্বর, সর্দি ও ডায়রিয়ার লক্ষণে আক্রান্ত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন তিনি। ৩১ মার্চ করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসে।
তম্ময় বেপারী ওরফে মৃন্ময় উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চেঁটরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ বেপারীর ছেলে। নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র তালুকদার বলেন, ২০ মার্চ বিদ্যালয়ের পাশের মিরুখালী ক্লিনিক থেকে তিনি করোনা টিকা নেন। পরের দিন ২১ মার্চ জ্বর হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেন এবং ৩১ মার্চ টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
প্রসঙ্গত, দুইদিন আগে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার করোনা আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
/ওআর/