রাজধানীতে নির্মিত ১০ ইউটার্ন চালু করা হচ্ছে। আজ শনিবার (৩ এপ্রিল) ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় ওই ১০টি ইউটার্ন আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হচ্ছে। ঢাকার যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে যানবাহনকে ইউটার্নগুলো ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত ১০টি ইউটার্ন নির্মাণ শেষ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র্যাব-১ অফিস, কাওলা ফ্লাইং ক্লাব, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায় নির্মিত হয়েছে ইউটার্নগুলো।
এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ বলেন, ‘ইউটার্নগুলো আগেই চালু হয়েছিল। তবে এবার আমরা আনুষ্ঠানিকভাবে চালু করতে যাচ্ছি। একইসঙ্গে সড়কটির সব রাইট টার্নিং (ডানে মোড়) বন্ধ করে দেব। ইউটার্নগুলো চালুর পর সব যানবাহন আর চলমান সড়কে হঠাৎ ডানে মোড় নিতে না পারায় যানজট কমে আসবে। এটা এই প্রকল্পের অন্যতম দিক।’
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এস এম মামুন বলেন, ‘ইউটার্নগুলো চালু করে নেভি হেডকোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নং ২৭, বনানী কাকলী, বনানী রোড নং ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কোহিনূর মোড়, লাভ রোড মোড় ইত্যাদি ইন্টারসেকশনে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় রাইট টার্নিং (ডানে মোড়) বন্ধ করে দেয়া হচ্ছে।
ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ’ প্রকল্পের আওতায় ১১টি ইউটার্ন নির্মাণের কথা থাকলেও পরে একটি কমানো হয়েছে।
/ওআর/