পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ১৩ সেঞ্চুরির কীর্তি গড়েছেন। শুক্রবার সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রানের চমৎকার এক ইনিংস উপহার তিনি। আর তাতেই নতুন এক কীর্তি গড়ার পাশাপাশি ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছেন। তার চমৎকার সেঞ্চুরিতে পাকিস্তান শেষ বল পর্যন্ত খেলে ৩ উইকেটে জয় পায়। তিন ম্যাচের সিরিজে বাবররা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
বাবর ১৩তম সেঞ্চুরি করতে খেলেছেন ৭৬ ইনিংস। আর আগে এ কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ৮৩ ইনিংসে তিনি ১৩ সেঞ্চুরি করেছিলেন। নতুন কীর্তিতে বাবর ভারতের বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকার আর এক ব্যাটসম্যান কুইন্টন ডি কককেও পেছনে ফেলেছেন। কোহলিকে এ কীর্তি গড়তে খেলতে হয়েছিল ৮৬ ইনিংস। কুইন্টন ডি ককও সমসংখ্যক ইনিংস খেলে ১৩তম সেঞ্চুরি করেছিলেন।
বাবরের মতো ৭৬ ইনিংসে ১৩ সেঞ্চুরির কীর্তি রয়েছে আর এক জনের। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। তিনিও ৭৬ ইনিংসে ১৩তম সেঞ্চুরি করেছেন।
/এসএইচ/