হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণ ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার কাছ থেকে ৭০ লাখ টাকা মূল্যের এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে দুবাই থেকে আসা বিমানের বিজি ৫০৪৬ ফ্লাইটের গাংচিল ড্রিমলাইনারের ২১ সি নম্বর সিটের হাতলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়। বিমানের ওই কর্মচারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে মামলা ও জব্দ হওয়া স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় গুদামে জমা দেয়া হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আব্দুস সাদেক জানান, স্বর্ণ চোরাচালানের খবরে ঢাকা কাস্টমস হাউস প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করতে থাকেন। গাংচিল ড্রিমলাইনারটি সকাল আটটা ৫৩ মিনিটে শাহজালালে অবতরণ করে। দুপুরে রামেজিংকালে ওই ফ্লাইটে থাকা এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে এসব স্বর্ণের বার থাকার কথা জানা যায়।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম রাসেল বলেন, ‘জিজ্ঞাসাবাদে ওই বিমান কর্মচারী জানান, বিদেশি এক নম্বর থেকে ফোন করে সিটের নিচে স্বর্ণের বারগুলো থাকার বিষয়টি জানানো হয়েছে। ঝন্টু যখন ওই বিদেশির সঙ্গে কথা বলছিলেন, তখন আমরা ওই ড্রিমলাইনারটিতে ঢুকে অভিযান শুরু করে দিয়েছিলাম। তখনই তাকে সন্দেহজনক মনে হয়। তবে ওই বিদেশি নম্বরটি কার ও কোথা থেকে ফোন দিয়েছেন, তা জানাতে পারেননি ঝন্টু।’
/এনএএইচ/এআর/