বন্দরনগরী চট্টগ্রামের খুলশী থানার এসআই মহিন উদ্দিনের নামে ইস্যু করা পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন তার কলেজপড়ুয়া ছেলে মো. মাহিন (১৯)।
শুক্রবার (০২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরীর আকবর শাহ থানার সিটি গেট শাপলা আবাসিক এলাকার বাড়িতে পারিবারিক কলহের জেরে হৃদয়বিদরক এই আত্মহননের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, বাবা জুম্মার নামাজ পড়তে গেলে পিস্তলটি দিয়ে নিজের ডানবুকে গুলি করেন মাহিন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মাহিনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
/এআর/