সাইফুদ্দিন একরাম, অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক। তিনি আজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো:
"ব্লুমবার্গ (Bloomberg) মনে করছে, ৭৫% নাগরিককে করোনার টিকা দিতে অনেক দেশের এক দশক লেগে যাবে; যেমন: ইউক্রেন, পাকিস্তান, ইরান, বাংলাদেশ। ভারতের সময় লাগবে তিন থেকে চার বছর। চিলি, ইসরাইল, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালী, স্পেন, ফ্রান্স এবং জার্মানী এ বছরেই তাদের ৭৫% জনগণকে টিকা দিতে সক্ষম হবে।"