"যে হামলাগুলো করা হয়েছে এতে বোঝা গেল, তারা জনগণকে শাস্তি দিতে চায়। সেই শাস্তি দেয়ার কারণটা আমাদের অবশ্যই বের করতে হবে। কিছু হলেই রেলস্টেশন পুড়াচ্ছে, ভূমি অফিস পুড়াচ্ছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বাড়ি পুড়াচ্ছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য পুড়াচ্ছে। এগুলো কোনোটাই শুভ লক্ষণ নয়। ভূমি অফিস পোড়ালো, তাতে এ জেলায় যে লোকগুলো বসবাস করছেন তারা আগামী ৫০ বছর দুর্ভোগ পোহাবে।"