একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১ টায় স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ জন প্যানেল সভাপতি মনোনয়ন দেন।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুসারে ওই ৫ জন প্যানেল সভাপতির যে কেউ সংসদ পরিচালনা করতে পারবেন। দ্বাদশ অধিবেশনে প্যানেল সভাপতিরা হলেন- নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য শাহাদ আরা মান্নান।
/এসজি/