বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হলেও তৃতীয় ও শেষ টি-২০তে নিউজিল্যান্ড ব্যাটিং ঝড় তুলেছে। অকল্যান্ডে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাট হাতে নেমে মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন রান উৎসব করেছেন। প্রথম উইকেটে দুইজনে ৫.৪ ওভারে ৮৫ রান তুলেছেন। গাপটিল ১৯ বলে ৪৪ রান করেছেন। অন্যদিকে ফিন অ্যালেন তার তাণ্ডব অব্যাহত রেখেছেন। মাত্র ১৮ বলে ৫০ রান করেছেন তিনি। গাপটিলের তার ক্রিজে আসা গ্লেন ফিলিপসও বিদায় নিয়েছেন।
নির্ধারিত সময়ের দুই ঘন্টারও বেশি সময় পর খেলা শুরু হয়েছে। বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বৃষ্টিতে বেশ সময় নষ্ট হওয়ায় ২০ ওভারের খেলা ১০ ওভারে হবে। পাওয়ার প্লে তিন ওভার। আর একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবে।