প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো আবারো সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে। এতে জনগণের সহায়তা দরকার হবে।
সরকার প্রধান বলেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম আমরা। কিন্ত গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে। তিনি সীমিত জনবল নিয়ে কাজ করার অভ্যাসের আহ্বান জানান।
একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত দ্বাদশ অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে, পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্ত হয়েছেন বেশি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরিধান এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের কোনো বিকল্প নেই। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ মোকাবিলায় সবাইকে সহায়তার আহ্বান জানান।
/ওআর/