টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের টাকা না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে এক তরুণ আত্মহত্যা করেছে।
বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলার বল্লববাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম মোতালেব মিয়া। তিনি ওই গ্রামের কাদের মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মাদকাসক্ত মোতালেব টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে। এরপর একটি বাঁশঝাড়ের পাশে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে নিকরাইল বাজারে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে আত্মতহত্যা করতে তিনি বিষাক্ত কিছু পান করেছেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সে মাদকাসক্ত ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল বলে জানিয়েছে তার বাবা। এ ঘটনায় কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
/আরআর/