বিশ্বকাপ বাছাই পর্বে সার্বিয়ার বিপক্ষে গোল করেও গোল না পাওয়ায় প্রচণ্ড ক্ষেপেছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এমনিতে গোল পাননি, তারওপর দল জয় থেকেও বঞ্চিত হয়েছিল। ইনজুরির সময়ের ওই ঘটনায় রেগেমেগে আর্মব্যান্ড ছুঁড়ে ফেলে দিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন পর্তুগীজ তারকা। এ জন্য হলুদ কার্ড দেখেছেন রোনালদো। তাছাড়া কম সমালোচনা সহ্য করতে হয়নি রোনালদোকে। তবে তার ওই আর্মব্যান্ড এখন ‘জীবন রক্ষাকারী’ সামগ্রীতে রূপ নিয়েছে। রেগেমেগে রোনালদোর ছুঁড়ে ফেলা সেই আর্মব্যান্ড এখন সার্বিয়ার এক অসুস্থ শিশুর জীবন রক্ষাকারী কাজে লাগছে।
রোনালদো যখন তার আর্মব্যান্ড ছুঁড়ে ফেলেছিলেন তখন এখন মাঠকর্মী তা সংগ্রহ করেন। তারপর তিনি সেই আর্মব্যান্ড এক শিশু সংস্থাকে দেন। তারা রোনালদোর ওই আর্মব্যান্ড ব্যবহার করে সার্বিয়ান শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজে নেমে পড়েছে।
ছয় মাস বয়সী সার্বিয়ান শিশুটি স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি রোগে ভুগছে। তার চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য ২.৫ মিলিয়ন ইউরোর দরকার। শিশু সংস্থাটি রোনালদোর আর্মব্যান্ড এরই মধ্যে তারা নিলামে তুলেছে।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরি সময়ে রোনালদো নেয়া শট গোল লাইন অতিক্রম করার পর সার্বিয়ার এক ডিফেন্ডার তা ফিরিয়ে দেন। রোনালদো গোল দাবি করলেও রেফারি তা আমলে নেননি। গোলের বাঁশিও বাজাননি।
/এসএইচ/