রাজধানীর রামপুরা থেকে ২২ লাখ টাকার জাল নোটসহ মলয় মণ্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩১ মার্চ) দুপুরে গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে রামপুরার পশ্চিম উলন এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরি করার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জাল নোটের চোরাকারবার করে আসছিল।’
তিনি বলেন, ‘অভিযানকালে তাদের থেকে ২২ লাখ ২৫ হাজার টাকার জাল নোট, জালনোট তৈরির ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ২টি, রংয়ের বোতল ৬টি, রংয়ের কৌটা ৫টি, ২ বান্ডিল টাকা তৈরির কাগজ, ফেবিকল গাম ১ কৌটা, লেমিনেটিং মেশিন ১টি, প্রিন্টিং ব্রাশ ২টি ও ১টি কাটার উদ্ধার করা হয়।’
এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
/এনএএইচ/আরআর/