দেশের জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন। যাদের নাম শুনলেই শ্রোতাদের মনে পড়ে যায় ইচ্ছে ঘুড়ি, বন্ধ জানালা, আবার হাসিমুখ, জাদুকর, বোহেমিয়ান ও বারুদ সমুদ্রের কথা। নব্বইয়ের দশকে জন্ম নেয়া দেশের জনপ্রিয় এই ব্যান্ডটি এ বছর পা দিতে যাচ্ছে ২৫ বছরে। ২৫ বছর উপলক্ষে আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) ব্যান্ডটি তাদের নতুন মিউজিক ভিডিও ‘কাশফুলের শহর দেখা’ মুক্তি দেয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই গানটির কয়েক সেকেন্ডের টিজার মুক্তি দেয়া হয়েছে। মুক্তির পরেই টিজারটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
‘কাশফুলের শহর দেখা’গানটি নিয়ে শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, বেজ গিটারিস্ট ও গীতিকবি জিয়াউর রহমান জিয়া বলেন, গানটির ভিডিও এডিটিংয়ের কাজ চলছে আমেরিকায়, তবে এখনো শেষ হয়নি। তাই গানটি মুক্তির বিষয়ে এখনো নিশ্চিত করে বলা আমাদের জন্য কঠিন। আশা আছে গানটি শিরোনামহীনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তি দেয়ার। এই উপলক্ষে হেভি মেটাল টি-শার্ট তাদের গতানুগতিক ধারার বাইরে ভিন্নভাবে অফিশিয়াল মার্চেন্ডাইজও প্রকাশ করতে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে সিলভার জুবিলী উদযাপন আয়োজন গানকেন্দ্রিক করা ছাড়া বিকল্প নেই। কাশফুলের শহর দেখা আশাবাদী গান, ঘুরে দাঁড়ানোর গান। কোভিড পরিস্থিতিতে আমাদের আশা না হারিয়ে ঘুরে দাঁড়ানোটাই সবচাইতে জরুরি। ‘কাশফুলের শহর দেখা’ রিলিজের পরই পারফিউম-এর ভিডিওর কাজ এবং ষষ্ঠ অ্যালবামের প্রতি মনোযোগ দেব। জিয়া আরো বলেন, শিরোনামহীন কখনো দীর্ঘ বিরতি নিয়ে শ্রোতাদের বঞ্চিত করেনি, এবারও হতাশ করবে না।
‘কাশফুলের শহর দেখা’ গানটির কথা লেখেছেন জিয়াউর রহমান ও সুর করেছেন কাজি আহমেদ শাফিন।
এর আগে জিয়া তার জন্মদিন উপলক্ষে দর্শকদের জন্য উপহার হিসেবে এ বছর দুটি গান রিলিজ করার কথা বলেছিলেন। জিয়া বলেন, “গান দুটির নাম হচ্ছে ‘পারফিউম’ ও ‘কাশফুলের শহর দেখা’। গান দুটির কাজ শেষ। এখন মিউজিক ভিডিওর জন্য শুটিং করবেন বলেও জানান তিনি।