স্বাধীনতা দিবসে মানুষ হত্যা ও পুলিশি হামলার ঘটনায় ঝালকাঠিতে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের চেম্বারে এ সভা হয়। এর আগে শহরের ফায়ার সার্ভিসমোড়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে তা করতে পারেনি।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য রফিকুল ইসলাম জামাল ও মনিরুল ইসলাম নুপুর।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা থেকে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের শহরে ঢুকতে দেয়নি পুলিশ। বিভিন্ন খেয়াঘাটের ট্রলার বন্ধ করে দেওয়া হয়। সমাবেশ করতে না দেওয়ায় সরকার ও পুলিশের সমালোচনা করে এর তীব্র নিন্দা জানান বক্তারা।
/আরআর/