হবিগঞ্জের মাধবপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার (২৯ মার্চ) রাতের ঝড়ে বিভিন্ন জায়গা বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। জমিতে পড়ে গেছে বোরো ধানগাছ। নষ্ট হয়েছে অন্যান্য ফসল।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, মাধবপুর উপজেলার বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে গাছপালা। ছিঁড়ে ঝুলে রয়েছে বিদ্যুতের তার। লাইন ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঝড়ে ভয়াবহ ক্ষতি না হলেও অনেক জায়গায় বোরো ধান গাছ হেলে পড়ে গেছে। এটি ঠিক হতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।
/আরআর/