রাজধানীর শাহবাগে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হামলায় আহত সারাক্ষণের সাংবাদিক নাজমুল হাসান সাগরের চিকিৎসা চলছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাগর হামলার শিকার হন। কারাগারে বন্দী অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের ডাকে সেদিন শাহবাগে মশাল মিছিল আহ্বান করা হয়। সন্ধ্যা সাতটার দিকে টিএসসি থেকে মশাল মিছিল শাহবাগের উদ্দেশে যাওয়ার সময় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলায় পিঠে গুরুতর আঘাত পান সাংবাদিক সাগর। পরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে গেলে এক্স-রে করার পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। বর্তমানে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন সাগর।
নাজমুল হাসান সাগর বলেন, ‘ছাত্রদের মশাল মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যায় ছাত্ররা। সে সময় পুলিশ অতর্কিতে হামলা চালায়। সহকর্মীরা সেখান থেকে আমাকে নিরাপদ স্থানে নিয়ে বরফ দেন। পরে হাসপাতালে নিয়ে আসলে এক্স-রে করার পরামর্শ দেন ডাক্তার।’
এক্স-রে রিপোর্ট দেখার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. এস এম আল-আমিন বলেন, আঘাতের কারণে সাগরের পিঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে। আপাতত ওষুধ খেতে হবে। পাশাপাশি কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
/এএইচ/