আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, দেশের উর্দুভাষী মানুষ আমার আত্মার আত্মীয়। আমি যেখানেই গিয়েছি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের দুঃখ-কষ্টের পাশে দাঁড়িয়েছি। তাদের সমস্যাগুলো নিজেরে মনে করে তা সমাধানের চেষ্টা করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালে উর্দুভাষীদের নেতা নাসিম আলীর আন্দোলনকে সমর্থন দিয়েছেন এবং তাদের দাবি আদায়ের চেষ্টা করেছেন। আজকে উর্দুভাষীরা আওয়ামী লীগ বিরোধী নয়। তিনি সৈয়দপুরের ৪২ হাজার উর্দুভাষী মানুষকে ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর রেলওয়ের অফিসার্স ক্লাব মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোকছেদুল মোমিন। বক্তৃতা করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রফিকা আখতার জাহান বেবী।