রাজধানীর চকবাজার থানার নাজিম উদ্দিন রোডের ৮৬/১ নম্বর ভবন ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইনতা ২নং ওয়ার্ড পূর্বপাড়ার জুয়ার আসরে হানা দিয়ে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব-১০।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে আটকের পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চকবাজারে আটক ছয় জন জুয়াড়ি হলেন, আমিনুল ইসলাম খোকন (৪৮), জাহাঙ্গীর আলম (৩৯), মো. মাহফুজুর রহমান (৩৮), আ. রাজ্জাক (৪০), নজরুল ইসলাম (৬০) ও মোশারফ হোসেন (৩৩)। তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৭ পিস জুয়া খেলার কার্ড, ১০টি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ১২৫ টাকা জব্দ করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জে আটক নয় জন জুয়াড়ি হলেন, সাইদ মিয়া (৫১), আনু মিয়া (৩৫), আলম (৭০), বিল্লাল হোসেন (৩৯), হৃদয় (২০), রাব্বি (২১), মাসুদ (২১), সীমান্ত রায় (২০) ও পাবেল (২০)। তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬ পিস জুয়া খেলার কার্ড, পাঁচটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সৌয়েব জানান, আটক ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিজেদের সর্বস্ব হারাচ্ছেন।
/এনএএইচ/এআর/