বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় মুখ পরীমণি। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অভিনয় ও সৌন্দর্য দিয়ে ইতোমধ্যেই দেশের বাইরের দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন। বাংলাদেশি এই গ্ল্যামার গার্ল সব সময় নিজের ফ্যাশন, পোশাক ও সৌন্দর্য নিয়ে সচেতন থাকতে পছন্দ করেন। যার ফলস্বরূপ ২০২০ সালের ডিসেম্বরে আমেরিকান প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস ম্যাগাজিনে ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র শীর্ষক তালিকায় পরীমণির নাম স্থান পায়।
এ ছাড়া পরী নিজের সব কাজের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন। সম্প্রতি পরীকে বসন্তের সাজে বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা যায়। ছবিগুলো শেয়ার করে অ্যালবাম ক্যাপশনে পরীকে 'বাসন্তী' লেখতে দেখা যায়।
বাসন্তী রঙের শাড়ি পরে পরীকে খোঁপা বাঁধতে দেখা যাচ্ছে। এ ছাড়া তার হাতে কাচের চুড়ি ও কানে ফুলের দুল দেখতে পাওয়া যায়।
হাতে লাল ও হলুদ রঙের চুড়ি পরে পরীকে শাড়ি ঠিক করতে দেখা যাচ্ছে। এ ছাড়া খোঁপায় গাঁদা ফুলের মালা পরে পরীকে খুবই সুন্দর লাগছে। এই ছবিতে মাশফীক শুভ নামে এক ভক্ত পরীকে 'বাসন্তী পরী' বলে আখ্যায়িত করেন।
হাসিমুখে আয়নার সামনে বসন্তের সাজে পরীমণিকে সাজতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করার পর কমেন্টে এক ভক্ত তার রূপের প্রশংসা করে বলেন, ফুলের থেকেও সুন্দর তুমি।
পরীকে বসন্তের সাজে মাজায় হাত দিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যাচ্ছে। এ ছাড়া কপালে ছোট একটি টিপ পরায় পরীকে ছবির চেয়েও সুন্দর দেখাচ্ছে বলে অনেকেই মন্তব্য করেন।