বলিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম আলিয়া ভাট। নিজের ভার্সেটাইল অভিনয় দিয়ে ইতোমধ্যেই তিনি জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। আলিয়া ভাটের সিনেমা মানেই যেন নতুন কিছু। ২০১২ সালে বলিউডের অভিনয় জগতে পা রাখেন আলিয়া। এরপর থেকেই দর্শকদের সামনে ভিন্ন-ভিন্ন রূপে পর্দায় হাজির হতে থাকেন আলিয়া। হাইওয়ে সিনেমায় এক আলিয়া তো উড়তা পাঞ্জাব সিনেমায় একবারেই অন্যরকম এক অভিনেত্রী তিনি।
সম্প্রতি বলিউডের তরুণ এই অভিনেত্রীর আসন্ন সিনেমা 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' টিজার ইউটিউবে মুক্তি দেওয়া হয়। টিজারে আলিয়াকে দেখে কপালে চোখ উঠে যাবে সবার। কারণ এর আগে এই রূপে আলিয়াকে বড় পর্দায় দেখার সৌভাগ্য হয়নি দর্শকদের।
দেড় মিনিটের এই টিজার ভক্তদের অপেক্ষার যে আক্ষেপ তা নিঃসন্দেহে আরো বাড়িয়ে দেবে। টিজারের শুরুতেই দেখা যায় একটি নিষিদ্ধ পল্লি। যেই পল্লির মালিক অথবা রানী হচ্ছেন আলিয়া। যাকে সিনেমায় গাঙ্গুবাই বলে সবাই চেনে। এরপর আলিয়ার গায়ে সাদা মসৃণ শাড়ি, খোপায় হাসনা হেনা ফুল, কপালে বড় টিপ, হাতে মোটা মোটা চুড়ি এবং ঠোঁটে লাল লিপস্টিকে এন্ট্রি নিতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে আলিয়া কণ্ঠে শোনা যায় 'গাঙ্গু চাঁদ থি অর চাঁদ হি রাহে গি'। এরপর আলিয়াকে ষাটের দশকের একটি দামী গাড়ির সামনে এক হাতে ব্যাগ অন্য হাতে বিড়ি আর সানগ্লাস পরে দাড়িয়ে থাকতে দেখা যায়। এরপর আলিয়াকে বলতে শোনা যায় 'ইজ্জত সে জিনে কা'।
সিনেমাটি ষাটের দশকের ‘মুম্বাই মাফিয়া কুইন’ এর জীবনীর ওপর নির্মাণ করা হয়। যার নাম শুনলেই মুম্বাইয়ের বড় বড় মাফিয়াদের পা কাঁপতে শুরু করতো। লেখক হুসেইন জাইদির লেখা ‘মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনেই ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি। ইউটিউবে সিনেমাটির টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে অপেক্ষা শুরু হয়ে গেছে। বড় পর্দায় আলিয়াকে দর্শক এই রূপে কতোটা গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয়।