রংপুরে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ভেজালবিরোধী অভিযান চালিয়েছে। নগরীর পার্বতীপুর পীরজাবাদ যোগিপাড়া উপশহর এলাকার ওমর এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পোলাওয়ের চাল ও বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, নগরীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও ভোজ্যতেলসহ নকল বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা ও জরিমানা করা হয়।
জানা গেছে, বিভিন্ন ব্রান্ডের ৭ লাখ টাকার পোলাও চাল,মাল্লা চিনিগুঁড়া পোলাও চাল, মিম চিনিগুঁড়া পোলাও চাল, গাড়িয়াল চিনি গুঁড়া পোলাও চাল এবং বিভিন্ন ধরনের স্টিকার মনোগ্রাম ও লেভেল মেশিনপত্রসহ ১০ লাখ টাকার মালামাল জব্দ করে পুলিশ। এছাড়া মাছের খাদ্য, চিপস, লবণ, চানাচুরসহ বিভিন্ন আইটেমের ভেজাল পণ্য জব্দ করা হয়।
পরে রংপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাশিতাতুল ইসলাম প্রতিষ্ঠানের মালিক জহুরুল ইসলামকে (৪৫) ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। নগরীর পার্বতীপুর মাস্টারপাড়ার উপশহর এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে জহুরুল ইসলাম।
/ওআর/